১২ ফেব্রুয়ারির নির্বাচন মুক্তিযুদ্ধের শক্তি বনাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির নির্বাচন : নাছির চৌধুরী
- আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১২:০৭:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১২:০৭:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। আপনারা মুক্তিযোদ্ধারা উত্তীর্ণ হবেন। আমার বিশ্বাস মুক্তিযোদ্ধারাই জয়লাভ করবেন। ৭১ সালে দেশের টানে, মনের টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।
বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী বলেন, শ্যামারচর পেরুয়া গণহত্যার বিষয়ে আপনারা মুক্তিযোদ্ধারা জানেন। কীভাবে হাওরে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। কীভাবে বাড়ি বাড়ি গিয়ে মানুষ হত্যা করা হয়েছে।
রবিবার দিরাই কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম স¤পাদক আজমল হোসেনে চৌধুরী জাবেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা জয়কুমার বৈষ্ণব, আব্দুস সালাম, আজাদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, জমিয়তের ওবায়দুল হক চৌধুরী, মুক্তার হোসেন চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকারের কর্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন নাছির উদ্দিন চৌধুরী। এ সময় জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য তাহির রায়হান চৌধুরী পাবেলসহ দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ