অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে লাখ টাকা জরিমানা
- আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৮:৪৩:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৮:৪৩:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বসন্তপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ