শান্তিগঞ্জে খেলাফত মজলিসের সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:২০:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:২০:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিস শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় পাগলা বাজার অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা নুরুল ঈমানের সভাপতিত্বে, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামিম আহমদ ও মাওলানা সাজ্জাদুর রহমানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের সাধারণ স¤পাদক মাওলানা আখতার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য পদ্যপ্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ,শান্তিগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা ওলিউজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আবু আঞ্জুমান, প্রশিক্ষণ সম্পাদক আখতার হোসেন, অফিস ও প্রচার স¤পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক কারী হুসাইন আহমদ, বাইতুল মাল সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফুজায়েল আহমদ, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা জাহিদুল ইসলাম, মিসবাহ উদ্দিন, হাফেজ শফিকুল বারি খসরু প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ