সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ , ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লুটপাট ও অগ্নিসংযোগকারীদের গ্রেফতারের দাবি আ.লীগের ড. ইউনূসের বিরুদ্ধে ৬৬৬ কোটি টাকার কর পরিশোধের রায় প্রত্যাহার বাংলাদেশ পুলিশের সংস্কারে সহায়তা করবে ইতালি ফিরলেন মেসি, চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার আমাদের সামনে যে সম্ভাবনা, সেটি কাজে লাগাতে হবে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য ছুরিকাঘাতে বৃদ্ধ খুন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ গ্রেফতার জগন্নাথপুর ছাত্রলীগের সাবেক সভাপতি মুন্না গ্রেফতার সাংবাদিক মাহমুদুর রহমানের জামিন সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন : অন্তর্বর্তী সরকারকে রিজভী জনজীবনে স্বস্তি ফেরাতে কার্যকর উদ্যোগ জরুরি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় টাস্কফোর্সের অভিযান : বিপুল পরিমাণ বালু ও নৌকা জব্দ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ১৫ দফা দাবিতে বিভিন্ন উপজেলায় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি বিশ্বম্ভরপুরে ৭ দোকান পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি আ.লীগসহ ১৪ দলের বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ ছাত্র-জনতার মানববন্ধন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর বা তার কম চান ৫৩ শতাংশ ভোটার নবম শ্রেণিতে বিভাগ বিভাজন নয়, শিক্ষা কমিশন করতে হবে

ধোপাজান-চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন:ভাঙনের মুখে বিস্তীর্ণ জনপদ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৯:২১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৯:২১:০৯ পূর্বাহ্ন
ধোপাজান-চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন:ভাঙনের মুখে বিস্তীর্ণ জনপদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদরগড় গ্রামের বাসিন্দা ৬৭ বছরের বৃদ্ধা ফুলেছা বেগম। কেমন আছেন, জানতে চাওয়া মাত্রই কেঁদে উঠলেন। কান্নাজড়িত কণ্ঠে বললেন, এ ধোপাজান নদী আমার একমাত্র ভিটে কেড়ে নিয়েছে। এখন আমার আর মাথাগোঁজার ঠাঁই নাই। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় প্রবাহিত ধোপাজান-চলতি নদী। এ নদীতে রয়েছে খনিজসম্পদ। বিগত ৮ বছর ধরে এ নদীর ব্যাপারে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার কারণে ইজারা বন্ধ রয়েছে। তবে থেমে নেই বালু-পাথর উত্তোলন। অবৈধভাবে দিনে-রাতে প্রকাশ্যেই যান্ত্রিকভাবে বালু-পাথর উত্তোলন করছে অসাধু সিন্ডিকেট। আর এসব বালু-পাথরবাহী বড় বড় বাল্কহেড (স্টিলবডি নৌকা) ধোপাজান-চলতি নদী দিয়ে সুরমা নদী হয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়া হচ্ছে। ধোপাজান নদীর প্রবেশ মুখেই সদরগড় গ্রাম। এই গ্রামের বাসিন্দা ফুলেছা বেগম বলেন, গত কয়েক মাস ধইরা আমার ঘরের সামনে দিয়া রাতে শত শত বড় স্টিলবডি নৌকা যায় উত্তাল ঢেউ তৈরি করে নদীর তীর ভাঙতাছে। সে সঙ্গে আমার একমাত্র ভিটেও চলে গেছে নদীগর্ভে। অনুসন্ধানে জানাযায়, ইজারাবিহীন ধোপাজান-চলতি নদী বালুমহালে অবৈধ ড্রেজার বসিয়ে অবাধে পাড় কেটে নিচ্ছে একাধিক সংঘবদ্ধ চক্র। এতে ভাঙন হুমকিতে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ। রাত-দিন প্রকাশ্যে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু-পাথর লুট করেছে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। স্থানীয় ওই সিন্ডিকেট প্রভাবশালী হওয়ায় মুখ খুলছেন না কেউই। অভিযোগ রয়েছে, রহস্যজনক কারণে পরিবেশ বিধ্বংসী এ কার্যক্রম বন্ধে কার্যকর উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। এদিকে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী অস্থিতিশীল অবস্থার সুযোগে আরো বেপরোয়া হয়ে ওঠেছে বালু-পাথরখেকো চক্র। তারা প্রকাশ্যে নদীর পাড় কেটে বালু উত্তোলন শেষে নৌকায় তা লোড-আনলোড, পাচার এবং ডাম্পিং করছে। স্থানীয় বাসিন্দারা আরো জানিয়েছেন, সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান-চলতি নদীর দুইপাড়ে ড্রেজার বসিয়ে পাড় কাটছে একাধিক সংঘবব্ধ চক্র। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত রয়েছে কাইয়ারগাঁও, ডলুরা, হুড়ারকান্দা, ভাদেরটেক, লালপুর ও সুনামগঞ্জ পৌর শহরের প্রভাবশালী চক্র। তারা ধোপাজান-চলতি ও সুরমা নদীতে চাঁদাবাজির সঙ্গেও জড়িত রয়েছে। এদিকে বালু-পাথর পাচারের নিরাপদ পথ হিসেবে গজারিয়া নদীকে বেছে নিয়েছে বালুখেকো সিন্ডিকেটের সদস্যরা। গজারিয়া নদী দিয়ে খরচার হাওর হয়ে সুরমা নদীতে নিয়ে কার্গোতে লোড করা হয় এসব বালু। পরে এগুলো নির্দিষ্ট গন্তব্যে পাচার করা হয়। এদিকে অবৈধভাবে উত্তোলিত বালু প্রায়ই জব্দ করা হলেও অসাধু সিন্ডিকেটের তৎপরতা থামছে না। সদর উপজেলার সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য জানান, পুলিশের সামনেই ড্রেজার মেশিন চালিয়ে বালু-পাথর উত্তোলন করছে একটা চক্র। তাদের কেউ কিছু বলছে না। আর এসব বালু-পাথর নৌকায় ভরে বিভিন্ন স্থানে যায়। এ সময় নদী তীরের বসতভিটা ধ্বংস হচ্ছে। একই গ্রামের এক বাসিন্দা নামপ্রকাশ না করা শর্তে বলেন, এত এত প্রশাসনের লোকজন পুলিশ আছে, নদীতে তারপরও কীভাবে ড্রেজার চলে আর কীভাবে এসব নৌকা বালু-পাথর নিয়ে বের হচ্ছে, আমরা আসলে হিসাব মিলাতে পারছি না। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানালেন, ধোপাজান নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন হচ্ছে আমরা অভিযোগ পেয়েছি। আমরা প্রতিদিনই অভিযান চালাই। তিনি বলেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এসব বন্ধে অভিযান পরিচালনা করব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন : অন্তর্বর্তী সরকারকে রিজভী

সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন : অন্তর্বর্তী সরকারকে রিজভী