অবৈধভাবে মাটিকাটার দায়ে এক ব্যক্তিকে কারাদন্ড, ৩ লাখ টাকা জরিমানা
- আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৮:৩২:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৮:৩২:৪২ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে অবৈধভাবে মাটিকাটার দায়ে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদ-সহ অর্থদ- প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় সমধল নোয়াগাঁও গাঙ্গের পাড় এলাকায় হাওর ও সরকারি রাস্তা সংলগ্ন জায়গা হতে এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদ- ও ৩ লক্ষ টাকা অর্থদ-, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। অন্য আসামিরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন, জগন্নাথপুরের এ ধরনের অভিযান চলমান থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি