সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক আড্ডা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক হাবিবুল্লাহ আছকির তালুকদার, প্রভাষক শেখ মোশাররফ হোসেন বাবলু, সহ-সভাপতি সাজাউর রহমান, আহমেদ নূর আলবাব, সুবল বিশ্বাস, সদস্য সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান ও হেলাল আহমেদ।
আড্ডার শুরুতে ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ১৯৭১ সালের ওই দিনে সুনামগঞ্জ শহর হানাদারবাহিনী মুক্ত হয়। তৎকালীন সুনামগঞ্জ মহকুমা শহর ছেড়ে পিছু হটে পাকিস্তানি বাহিনী। সুনামগঞ্জ শহরের ওড়ে স্বাধীনতার লাল সবুজের পতাকা। সুনামগঞ্জ মুক্ত দিবসের দিনেই সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিনসহ ৩ মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় পাক বাহিনী।
অনুষ্ঠিত সপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন অনুপ তালুকদার, শাহ মো. কামরুজ্জামান, জয়ন্ত পাল, বিকাশ চন্দ, মিল্লাত আহমদ, আদিল আরমান প্রমুখ।
উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যা ৬টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় সাহিত্য অনুরাগীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ