সুনামগঞ্জ , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিরগৌরবে সমুজ্জ্বল মহান বিজয় দিবস আজ হাওরে হানাদারদের নৌ-যোগাযোগ ভেঙে দিয়েছিল দাসপার্টি তাহিরপুরে সেতুর কাজ ফেলে চলে গেছেন ঠিকাদার কোটি টাকার মার্কেট এখন গরু-ছাগলের বিচরণক্ষেত্র হাদির সিটিস্ক্যান রিপোর্টে মস্তিস্কের আরও অবনতি বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ বিচার বিভাগ কখনো পুরোপুরি স্বাধীনতা পায়নি ‎আল আকসা কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ঘোষণা যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান পিআইসি গঠনে গৌরারং ও কাঠইর ইউনিয়নে গণশুনানি সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্তে রেড অ্যালার্ট জারি সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান স্বামী-সৎ ছেলের বিরুদ্ধে প্রবাসী নারীর অভিযোগ, জমি না দিলে প্রাণে মারবে আঙ্গারুলি হাওরের ফসল রক্ষায় বাঁধ মেরামতের দাবি দুটি হাতের রগ কর্তন, ১৮ বছর ধরে ন্যায় বিচারের আশায় প্রতিবন্ধী সহিবুর ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক সুনামগঞ্জে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা তফসিলকে স্বাগত জানালো জামায়াত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

বিভিন্ন হাওরে বাঁধের কাজ উদ্বোধন

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১০:১৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১০:১৭:৩৭ পূর্বাহ্ন
বিভিন্ন হাওরে বাঁধের কাজ উদ্বোধন
সুনামকণ্ঠ ডেস্ক ::
আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধের মেরামত, সংস্কার ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার আঙ্গারুলি হাওরে ফসলরক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাউবো ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) (পূর্ব রিজিয়ন) মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাউবো সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) উত্তর-পূর্বাঞ্চল মো. কাইছার আলম। এসময় উপস্থিত ছিলেন পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. মনির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীসহ সংশ্লিষ্টরা। একই দিন সকালে শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর খালের মুখ ভাঙ্গা বন্ধকরণ ফসলরক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পাউবোর উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মোহন, ইউপি সদস্য আশিক মিয়া, সাংবাদিক শহীদনূর আহমদ, হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি আবু সাইদসহ স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোহাম্মদ শাহজাহান বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে প্রকৃত কৃষকদের নিয়ে পিআইসি গঠন করা হয়েছে। বাঁধ নির্মাণে কোনো অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।

জামালগঞ্জ উপজেলায় সোমবার দুপুরে হালির হাওরে ২০ নম্বর উপ-প্রকল্পের (ব্যয় ১৫ লাখ ১০ হাজার ৬২৯ টাকা) আওতায় ডুবন্ত বাঁধ মেরামত ও পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের উপস্থিতিতে মোনাজাত শেষে বাঁধে মাটি ফেলার মাধ্যমে কাজ শুরু হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পাউবো সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে মোট ৪১টি বাঁধ নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা রয়েছে।
এদিকে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায়ও হাওরের ফসলরক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজ শুরু হয়েছে। সোমবার সকালে মধ্যনগর উপজেলার কাইলানী হাওরের ১২ নম্বর প্রকল্পের কাজের উদ্বোধন করেন ইউএনও উজ্জ্বল রায়।
একই দিন দুপুরে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের ৩ নম্বর প্রকল্পের কাজ উদ্বোধন করেন ইউএনও জনি রায়। দুই উপজেলায় বাঁধ নির্মাণকাজে পাউবো কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পিআইসি সদস্য ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, হাওর থেকে পানি দেরিতে নামায় জরিপ ও পিআইসি গঠনে কিছুটা বিলম্ব হলেও আগামী কয়েক দিনের মধ্যে সব প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন স¤পন্ন হবে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সব ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এদিকে, হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান।
সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির ব্যবস্থাপনায় ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় বিশ্বম্ভরপুর উপজেলার আঙ্গারুলি শনর হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও আব্দুল মতিন খান বলেন, হাওরাঞ্চলের বোরো ফসল রক্ষায় ফসলরক্ষা বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের মান বজায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ শেষ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, পানি উন্নয়ন বোর্ড বিশ্বম্ভরপুর উপজেলা শাখার এসও গোলাম কিবরিয়া, প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্য, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স