জগন্নাথপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন
- আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১০:১০:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১০:১০:৩৪ পূর্বাহ্ন
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জগন্নাথপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনজুর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ক্রীড়া একাডেমির পরিচালকসহ স্থানীয় ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ। জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া একাডেমি থেকে আগত খেলোয়াড়দের মধ্য থেকে বাছাইকৃত ৪০ জন বালককে এ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাসব্যাপী প্রশিক্ষণের জন্য অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি