শান্তিগঞ্জে খেলাফত মজলিসের কমিটি গঠন
- আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৯:০৪:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৯:০৪:২১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
বাংলাদেশ খেলাফত মজলিস, শান্তিগঞ্জ উপজেলা শাখা দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় খেলাফত মজলিসের অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জ বাজারে কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে ও মাওলানা ছমির উদ্দীন সালেহ’র পরিচালনায় শাখা দ্বি-বার্ষিক কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক ডা. মাওলানা আতাউর রহমান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার।
বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের কণ্ঠ ভোটে কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজকে সভাপতি, মাওলানা ছমির উদ্দীন সালেহকে নির্বাহী সভাপতি ও মাওলানা আজির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফিজ আব্দুল হক কাউসার, আজিজুর রহমান, মাওলানা কামাল হোসেন, মাওলানা হেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, মাওলানা আতিকুর রহমান, সাংগঠনিক স¤পাদক মাওলানা বিলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহজাহান, মাওলানা জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ প্রশিক্ষণ স¤পাদক মাওলানা আব্দুল মঈন নানু, বায়তুলমাল সম্পাদক মাওলানা এনামুল হক এনাম, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দপ্তর স¤পাদক মাওলানা ইয়াহিয়া আহমদ, প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, সহ প্রচার সম্পাদক মাওলানা রাহুল আহমদ, পাঠাগার সম্পাদক সাব্বির আহমদ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ