শান্তিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৯:৫২:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৯:৫২:৫০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিন শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামে অবস্থিত জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে শহীদ তালেব উদ্দিন, শহীদ কৃপেন্দ্র দাস ও নাম না জানা আরেক শহীদের সমাধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, বীর মুক্তিযোদ্ধা অবনী বিশ্বাস ও মসদ আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমেদ, সদস্য তোফায়েল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী সুনামগঞ্জ ত্যাগের সময় বন্দি অবস্থায় আবু তালেব, কৃপেন্দ্র দাস ও নাম না জানা অপর এক মুক্তিযোদ্ধাকে আহসানমারা ফেরিঘাট এলাকায় গুলি করে হত্যা করে নদীতে ফেলে দেয়। পরদিন ৭ ডিসেম্বর সকালে নদীতে ভেসে ওঠে তিনটি মরদেহ। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একত্রে একটি কবরে দাফন করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি