সুনামগঞ্জ , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিরগৌরবে সমুজ্জ্বল মহান বিজয় দিবস আজ হাওরে হানাদারদের নৌ-যোগাযোগ ভেঙে দিয়েছিল দাসপার্টি তাহিরপুরে সেতুর কাজ ফেলে চলে গেছেন ঠিকাদার কোটি টাকার মার্কেট এখন গরু-ছাগলের বিচরণক্ষেত্র হাদির সিটিস্ক্যান রিপোর্টে মস্তিস্কের আরও অবনতি বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ বিচার বিভাগ কখনো পুরোপুরি স্বাধীনতা পায়নি ‎আল আকসা কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ঘোষণা যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান পিআইসি গঠনে গৌরারং ও কাঠইর ইউনিয়নে গণশুনানি সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্তে রেড অ্যালার্ট জারি সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান স্বামী-সৎ ছেলের বিরুদ্ধে প্রবাসী নারীর অভিযোগ, জমি না দিলে প্রাণে মারবে আঙ্গারুলি হাওরের ফসল রক্ষায় বাঁধ মেরামতের দাবি দুটি হাতের রগ কর্তন, ১৮ বছর ধরে ন্যায় বিচারের আশায় প্রতিবন্ধী সহিবুর ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক সুনামগঞ্জে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা তফসিলকে স্বাগত জানালো জামায়াত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির সভা

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:৪২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:১৩:৪৯ পূর্বাহ্ন
সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির সভা
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় সাচনা বাজার বটতলায় এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি চিত্তরঞ্জন পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি রজব আলী, মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সহসাধারণ সম্পাদক মানিক বণিক, সদস্য আলাউদ্দিন আলাই মিয়া, মনি লাল সরকার, সদস্য স্বপন কুমার রায়, সদস্য আলী আক্কাস মুরাদ, সাংবাদিক মো. বায়েজীদ বিন ওয়াহিদ প্রমুখ।
এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতি দীর্ঘদিনের একটি পুরনো ব্যবসায়ী সংগঠন। যা তার নিজস্ব একটি গঠনতন্ত্র অনুযায়ী চলছে। আমরা বাজারের ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তাসহ ব্যবসায়ী সংক্রান্ত সকল সুযোগসুবিধা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। বাজারে ব্যবসায়ীদেরকে ফুটপাতে দোকান নিয়ে না বসার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্তৃক বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ করা হলেও তারা পুনরায় গলিতে বসে যানজটের সৃষ্টি করছে। এছাড়াও বাজারে একটি মোটরসাইকেল ও অটো স্ট্যান্ড না থাকার কারণে যাত্রী নিয়ে বাজারে গাড়ি ঢোকার কারণে যানজটের সৃষ্টি হয়। এতে করে দোকানের ব্যবসায়ী ও জনসাধারণের মারাত্মকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা জানতে পেরেছি বাজারে কিছু কিছু পণ্য ক্রয়ের ক্ষেত্রে ইজারাদার কর্তৃক রশিদ ব্যতিত অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে, এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সভায় বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বাজার ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং বাজার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স