সুনামগঞ্জ , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিরগৌরবে সমুজ্জ্বল মহান বিজয় দিবস আজ হাওরে হানাদারদের নৌ-যোগাযোগ ভেঙে দিয়েছিল দাসপার্টি তাহিরপুরে সেতুর কাজ ফেলে চলে গেছেন ঠিকাদার কোটি টাকার মার্কেট এখন গরু-ছাগলের বিচরণক্ষেত্র হাদির সিটিস্ক্যান রিপোর্টে মস্তিস্কের আরও অবনতি বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ বিচার বিভাগ কখনো পুরোপুরি স্বাধীনতা পায়নি ‎আল আকসা কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ঘোষণা যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান পিআইসি গঠনে গৌরারং ও কাঠইর ইউনিয়নে গণশুনানি সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্তে রেড অ্যালার্ট জারি সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান স্বামী-সৎ ছেলের বিরুদ্ধে প্রবাসী নারীর অভিযোগ, জমি না দিলে প্রাণে মারবে আঙ্গারুলি হাওরের ফসল রক্ষায় বাঁধ মেরামতের দাবি দুটি হাতের রগ কর্তন, ১৮ বছর ধরে ন্যায় বিচারের আশায় প্রতিবন্ধী সহিবুর ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক সুনামগঞ্জে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা তফসিলকে স্বাগত জানালো জামায়াত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান

‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন
‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে নাগরিক মতামত তুলে ধরতে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক-সুজন, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন জেলা শাখার সভাপতি নূরুল হক আফিন্দী। সাধারণ সম্পাদক ফজলুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। ‘গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম’-এর অংশ হিসেবে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট সিলেট অঞ্চলের সমন্বয়কারী নাজমুল হুদা মিনা। বৈঠকে আলোচনায় অংশ নেন সুজনের উপদেষ্টা অধ্যক্ষ (অব.) সৈয়দ মহিবুল ইসলাম, সিভিল সার্জন (অব.) ডা. মনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, লেখক সুখেন্দু সেন, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসের, রাজনৈতিক ব্যক্তিত্ব আয়ুব করম আলী, জেলা সুজনের সহ-সভাপতি আলী হায়দার, শাহীনা চৌধুরী রুবি, আবুল হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, মাওলানা মুবাশ্বির আলী, জেলা সুজনের যুগ্ম সম্পাদক কাজী নুরুল আজিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, মানবাধিকার কর্মী আমিনুল হক, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সন্ধানী ডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মজনু, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক মিলন, নারী শান্তি সহায়ক দলের সমন্বকারী সামিনা চৌধুরী মনি, অদম্য নারী খাদিজা কলি, নারী উদ্যোক্তা রুসনা আক্তার তৃষ্ণা প্রমুখ। বৈঠকে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক যাত্রার প্রথম ধাপ এবং নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, আস্থা ও জবাবদিহি প্রতিষ্ঠিত না হলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হয়। নির্বাচন শুধু একটি দিনের ঘটনা নয়, বরং এটি একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া- যেখানে রাজনৈতিক সদিচ্ছা, স্বাধীন নির্বাচন কমিশন এবং সক্রিয় নাগরিক সমাজ জরুরি। তাদের বক্তব্যে আরও উঠে আসে- একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে আইনি ভিত্তিতে, সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা দিতে হবে। রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতিযোগিতাকে স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়া হিসেবে গ্রহণ করা এবং আচরণবিধি মেনে চলাও জরুরি। বক্তারা বলেন, একটি রাষ্ট্রের চরিত্র তার নাগরিক সমাজের ওপর নির্ভর করে। নাগরিকদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গভীরভাবে প্রতিষ্ঠা করতে না পারলে গণতান্ত্রিক উত্তরণ বিলম্বিত হবে। তাই সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল নাগরিকরাই গণতন্ত্রের প্রধান রক্ষাকবচ। বৈঠকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষা, আইন ও মিডিয়া অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স