জাতীয় সংসদ নির্বাচন
সুনামগঞ্জে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা
- আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নি কর্মকর্তা হিসেবে যারা দায়িত্বপালন করবেন, তাদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার মাঠ প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরও দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহ¯পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি তালিকার প্রজ্ঞাপন জারি করা হয়।
সুনামগঞ্জের পাঁচটি আসনের জন্য রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, ধর্মপাশা উপজেলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। একই আসনের জামালগঞ্জ উপজেলার দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর এবং মধ্যনগর উপজেলার দায়িত্বে উজ্জ্বল রায়।
সুনামগঞ্জ-২ আসনের দিরাই উপজেলার দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার এবং শাল্লা উপজেলার দায়িত্বে পিয়াস চন্দ্র দাস।
সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার দায়িত্ব পেয়েছেন ক্রমান্বয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এবং শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
সুনামগঞ্জ-৪ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার জন্য নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন এবং বিশ্বম্ভরপুর উপজেলার জন্য আবদুল মতিন খান।
সুনামগঞ্জ-৫ আসনে ছাতক উপজেলার দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা ও দোয়ারাবাজার উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ