সুনামগঞ্জ , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিরগৌরবে সমুজ্জ্বল মহান বিজয় দিবস আজ হাওরে হানাদারদের নৌ-যোগাযোগ ভেঙে দিয়েছিল দাসপার্টি তাহিরপুরে সেতুর কাজ ফেলে চলে গেছেন ঠিকাদার কোটি টাকার মার্কেট এখন গরু-ছাগলের বিচরণক্ষেত্র হাদির সিটিস্ক্যান রিপোর্টে মস্তিস্কের আরও অবনতি বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ বিচার বিভাগ কখনো পুরোপুরি স্বাধীনতা পায়নি ‎আল আকসা কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ঘোষণা যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান পিআইসি গঠনে গৌরারং ও কাঠইর ইউনিয়নে গণশুনানি সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্তে রেড অ্যালার্ট জারি সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান স্বামী-সৎ ছেলের বিরুদ্ধে প্রবাসী নারীর অভিযোগ, জমি না দিলে প্রাণে মারবে আঙ্গারুলি হাওরের ফসল রক্ষায় বাঁধ মেরামতের দাবি দুটি হাতের রগ কর্তন, ১৮ বছর ধরে ন্যায় বিচারের আশায় প্রতিবন্ধী সহিবুর ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক সুনামগঞ্জে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা তফসিলকে স্বাগত জানালো জামায়াত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
সংবাদ সম্মেলনে অভিযোগ

দোয়ারাবাজারে দরিদ্র পরিবারের জমি দখলের চেষ্টা

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:০৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:০৭:৫৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে দরিদ্র পরিবারের জমি দখলের চেষ্টা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে এক হতদরিদ্র পরিবারকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. হোসাইন (৩৫) জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার মো. আব্দুর রহিমের পুত্র ডা. নাজিম হোসেন তার বড়ভাই শামীম আহমদ ও তার সহযোগীরা কৌশলে তার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বিরোধীয় খাসজমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিবাদীপক্ষ জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে ভয়ভীতি ছড়ায় এবং শারীরিক ও মানসিক চাপে ফেলার চেষ্টা চালায়। হোসাইন অভিযোগ করেন, এর আগেও বিবাদীরা জমিটি নিজেদের দাবি করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল। এমনকি গত ২১ আগস্ট ২০২৫ তারিখে উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করে আব্দুর রহিম তার বিদেশফেরত ভাইকে ব্যবহার করে মিথ্যা তথ্য প্রদান করে তাকে ফাঁসানোর চেষ্টা করে। এর ধারাবাহিকতায় গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘মধ্যস্থতার’ নামে তার পরিবারকে চাপে ফেলতে বিবাদীরা নানা কৌশল গ্রহণ করে। তিনি আরও জানান, বিবাদীপক্ষ তাদের প্রভাব খাটিয়ে স্থানীয় মানুষদের ভয়ভীতি দেখিয়ে পূর্বেও কিছু জমি দখল করেছে। এবার একই কায়দায় তার জমিও দখল করতে চায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হোসাইনের পরিবারকে ঘরছাড়া করার হুমকি দেওয়া হয়েছে এবং উৎপাদিত তিন বস্তা ধানসহ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে। হোসাইন বলেন, আমি হতদরিদ্র পরিবারের সদস্য। আমাদের ওপর যে অন্যায়, হুমকি ও নির্যাতন চলছে এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। আমার পরিবারকে রক্ষা করা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটির সঠিক তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনের শেষে মো. হোসাইন দোয়ারাবাজার থানা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স