শান্তিগঞ্জে ইউএনও সুকান্ত সাহাকে বিদায় সংবর্ধনা
- আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০২:৪৬:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০২:৪৬:৩১ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা’র বদলিতে বিদায় সংবর্ধনা দিয়েছেন ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, ৭১ টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহিদ নুর আহমেদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সোহেল তালুকদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, ইউপি সদস্য রোশন আলী, হাবিবুর রহমান, সবুজ মিয়াসহ ইউপি সদস্য-সদস্যাবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি