বাউল কামাল পাশার ১২৪তম জন্মবার্ষিকী উদযাপিত
- আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৩:৩২:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৩:৩২:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে উদযাপিত হয়েছে বাউল কামাল পাশা’র ১২৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীর হাছন রাজা মিলনায়তনে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ-এর উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। সংগঠনের সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক আল-হেলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, সাংবাদিক মো. হাসান চৌধুরী, হোসাইন মাহমুদ শাহীন, গীতিকবি ও জেলা জাতীয়তাবাদী বাউল দলের আহবায়ক নজরুল ইসলাম, প্রবীণ গীতিকার আব্দুল আজিজ চৌধুরী, বাউল দলের সাবেক আহবায়ক বাউল আশরাফ আলী মোড়ল, জুলাইযোদ্ধা মো. জহুর আলী, সুরমা ইউপি সদস্যা মোছা. তানজিনা বেগম, সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ স¤পাদক গীতিকার নির্মল কর জনি প্রমুখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জের পাঁচ প্রধান লোককবির একজন এবং বৃহত্তর সিলেট অঞ্চলে বৃটিশ আমলে পালাগানের প্রবক্তা ছিলেন বাউলকবি কামাল পাশা। মালজুড়া গানে তাঁর অসাধারণ দক্ষতার কারণে ১৯৬৪ সালে সুনামগঞ্জ আর্টস কাউন্সিল ও মহকুমা প্রশাসন তাঁকে ‘গানের স¤্রাট’ উপাধিতে ভূষিত করে।
বক্তারা জানান, গত সরকারের সময়ে জেলা প্রশাসন তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদানের জন্য ৯ বার এবং স্বাধীনতা পুরস্কারের জন্য ৫ বার সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালেও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। তাঁরা অভিযোগ করেন, এ মহান সংগীতগুরুর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
সভায় বক্তারা নতুন প্রজন্মকে সৎ, মানবিক ও সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে বাউল কামাল পাশার স্বকীয় সঙ্গীতধারার মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাঁকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানে সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কামালগীতি পরিবেশন করেন প্রবীণ বাউল শিল্পী আব্দুল রব আব্দুল্লাহ, যুবায়ের বখত সেবুল, বাউল আল হেলাল, বাউল শফিকুন নূর, বাউল আমজাদ পাশা, বাউল আলাউদ্দিন, বাউল আব্দুস সালাম ভান্ডারী, বাউল আব্দুল কাইয়ূম, বাউল তোরাব হোসেন, বাউল রোকসানা ভান্ডারী, বাউল তানজিনা বেগম, গীতিকার আসাদ আলী, বাউল আব্দুল আলীম, শিল্পী শাহানা আক্তার, বাউল আইন উদ্দিন, বাউল শফিক মিয়া ও বাউল সাদিক খানসহ স্থানীয় শিল্পীরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ