সুনামগঞ্জ , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিরগৌরবে সমুজ্জ্বল মহান বিজয় দিবস আজ হাওরে হানাদারদের নৌ-যোগাযোগ ভেঙে দিয়েছিল দাসপার্টি তাহিরপুরে সেতুর কাজ ফেলে চলে গেছেন ঠিকাদার কোটি টাকার মার্কেট এখন গরু-ছাগলের বিচরণক্ষেত্র হাদির সিটিস্ক্যান রিপোর্টে মস্তিস্কের আরও অবনতি বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ বিচার বিভাগ কখনো পুরোপুরি স্বাধীনতা পায়নি ‎আল আকসা কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ঘোষণা যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান পিআইসি গঠনে গৌরারং ও কাঠইর ইউনিয়নে গণশুনানি সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্তে রেড অ্যালার্ট জারি সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান স্বামী-সৎ ছেলের বিরুদ্ধে প্রবাসী নারীর অভিযোগ, জমি না দিলে প্রাণে মারবে আঙ্গারুলি হাওরের ফসল রক্ষায় বাঁধ মেরামতের দাবি দুটি হাতের রগ কর্তন, ১৮ বছর ধরে ন্যায় বিচারের আশায় প্রতিবন্ধী সহিবুর ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক সুনামগঞ্জে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা তফসিলকে স্বাগত জানালো জামায়াত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

সুনামগঞ্জে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৮৪.২২ শতাংশ, ক্ষতিপূরণ আদায় ৭৬ লাখ টাকা

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০২:৫৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০২:৫৯:৪৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৮৪.২২ শতাংশ, ক্ষতিপূরণ আদায় ৭৬ লাখ টাকা
স্টাফ রিপোর্টার :: গ্রাম আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলায় ৮৪.২২ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ আদায় হয়েছে ৭৬ লাখ টাকা। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের ‘গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত একটি কার্যকর মাধ্যম। সাধারণ মানুষ যাতে ছোটখাটো বিরোধ নিয়ে থানা বা উচ্চ আদালতের দ্বারস্থ না হন, সেজন্য গ্রাম আদালতকে আরও সক্রিয় হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবার ও সমাজে এই আদালতের সুফল সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, গ্রাম আদালতের কাজ শুধু বিচার করা নয়, এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা। দ্রুত এবং সহজে আইনি সেবা পৌঁছে দিয়ে আমরা সমাজে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারি। গ্রাম আদালত যদি সক্রিয় থাকে, তাহলে অনেক পারিবারিক ও সামাজিক বিরোধ স্থানীয়ভাবেই মিটে যায়। যা গ্রামীণ জীবনকে আরও সহনশীল ও সুন্দর করে তোলে। এই কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কর্মশালার শুরুতে গ্রাম আদালত কার্যক্রমের উপর একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার নির্মল রায়। উপস্থাপিত তথ্যে জানানো হয়, সুনামগঞ্জ জেলায় ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত মোট মামলা দায়ের হয়েছে ২ হাজার ৪৮টি। এর মধ্যে নিষ্পত্তিকৃত মামলার হার ৮৪.২২ শতাংশ। এই সময়ের মধ্যে বিভিন্ন মামলায় মোট ৭৬ লাখ ৬৭ হাজার ৬৭৫ টাকা ক্ষতিপূরণ আদায় করে ভুক্তভোগীদের প্রদান করা হয়েছে। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) মো. শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পঙ্কজ কান্তি দে, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশীদ আহমেদ, বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছবাব মিয়া, জেলা কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম, ৭১ টিভির জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ প্রমুখ। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, তানভীর আহমেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প খরচে বিচার প্রাপ্তির নিশ্চয়তা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে বিভিন্ন প্রস্তাবনা প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য