সুনামগঞ্জ , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ : নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করল আন্তর্জাতিক আদালত আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে : তারেক রহমান সংখ্যালঘুরা শঙ্কায়, ভোট দিতে নিরুৎসাহিত হতে পারে : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় শতাধিক কৃষক পরিবার ছাতকের সাবেক মেয়র কালাম চৌধুরী গ্রেপ্তার হাওরে মাটি সংকট, বিপাকে পিআইসি ঝুঁকিপূর্ণ প্রকল্পগুলোতে পিছিয়ে পড়ছে বাঁধের কাজ একটি দলের আমির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন : বিএনপি জেলায় মোতায়েন হচ্ছে ২৪ প্লাটুন বিজিবি ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি হ্যাঁ বা না ভোট দেওয়া ভোটারদের ব্যক্তি স্বাধীনতা : জেলা প্রশাসক জগন্নাথপুরে নদী ভাঙনে বিলীনের পথে সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ : প্রধান উপদেষ্টা বিএনপি প্রার্থীদের জন্য অশনিসংকেত বিদ্রোহীরা একটি দল স্বৈরাচার দলটির মতো ভাষা ব্যবহার করছে : তারেক রহমান গিরিশনগরে ফসলরক্ষা বাঁধের প্রকল্প নেই, অরক্ষিত থাকবে কনছখাই হাওর অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলের উন্নয়ন করা হবে : কামরুজ্জামান কামরুল অনেক বাঁধে মাটিই পড়েনি, প্রশাসনের দাবি ৩০% কাজ শেষ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় মুক্তি নির্ধারণে অধ্যাদেশ জারি ফাঁস লাগিয়ে হত্যা করা হলো ঘোড়াটিকে

কৃষকের দেড় কেয়ার জমির শিম গাছ কেটে দেয়ার অভিযোগ

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০২:৫৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৩:২৭:০১ পূর্বাহ্ন
কৃষকের দেড় কেয়ার জমির শিম গাছ কেটে দেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জিনারপুর মাঝের টেক গ্রামে পূর্ব বিরোধের জেরে কৃষক রমজান আলীর বন্ধক নেওয়া দেড় কেয়ার জমির শিম গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে প্রতিপক্ষ রজব আলী গং এই শিম গাছ কেটে ফেলে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওইদিন বিকেলে কৃষক রমজান আলী বিশ্বম্ভরপুর থানায় রজব আলীসহ ৭ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দাখিল করেন। রমজান আলী একই ইউনিয়নের গোয়াইনগাঁও গ্রামের মৃত আমির আলীর ছেলে। এর আগে তিনি মারধরের আরেকটি ঘটনায় সুনামগঞ্জ আদালতে মামলাও করেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রমজান আলী দীর্ঘ পাঁচ বছর ধরে আলী বক্স ও রজব আলী গংদের কাছ থেকে জমি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন। জমি নিয়ে তাদের সঙ্গে বড় ধরনের বিরোধ না থাকলেও হঠাৎ করে রমজান আলীর দেড় কেয়ার জমির শিম গাছ কেটে ফেলে প্রতিপক্ষ। এমনকি জমিতে চাষ করতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। পূর্ব শত্রুতার জেরে শনিবার দুপুরে এ ঘটনা ঘটানো হয়। রমজান আলী জানান, ২২ নভেম্বর শনিবার দুপুর ২টায় রজব আলী গংরা জোরপূর্বক তার জমিতে বেগুন গাছ লাগাতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। আদালতের মামলায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ পরে তার শিম গাছ কেটে ফেলে বলে দাবি রমজান আলীর। এতে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে জানান। গোয়াইনগাঁও গ্রামের বাসিন্দা মো. বাবর আলী বলেন, রজব আলী গংরা স্থানীয় পঞ্চায়েত মানে না। তারা বাজারে বা বাইরে সালিশ করতে চায়। জমির মালিক আলী বক্স বলেন, আমরা জমি বন্ধক দিয়েছি। রমজান আলীর কোনো দোষ নেই। রজব আলী গংরা শিম গাছ নষ্ট করায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মারধরে আহত হয়ে চিকিৎসার পেছনে আরও চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কৃষক আলী বক্স, আক্তার হোসেন, মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম, নয়ন মিয়া, মোশাররফ হোসেন, ইস্তার আলী, আলী হোসেন, জমির হোসেন, আমির হোসেন, নুর আলম, রাসেল মিয়া, তাজুল ইসলাম, মঞ্জিলা বেগম, আছমা বেগম, নাসিমা বেগম, পান্না আক্তার, মমতা বেগম, মরিয়ম বেগম প্রমুখ। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী বলেন, শিম গাছ কর্তনের ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ : নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করল আন্তর্জাতিক আদালত

টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ : নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করল আন্তর্জাতিক আদালত