স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জিনারপুর মাঝের টেক গ্রামে পূর্ব বিরোধের জেরে কৃষক রমজান আলীর বন্ধক নেওয়া দেড় কেয়ার জমির শিম গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে প্রতিপক্ষ রজব আলী গং এই শিম গাছ কেটে ফেলে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওইদিন বিকেলে কৃষক রমজান আলী বিশ্বম্ভরপুর থানায় রজব আলীসহ ৭ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দাখিল করেন। রমজান আলী একই ইউনিয়নের গোয়াইনগাঁও গ্রামের মৃত আমির আলীর ছেলে। এর আগে তিনি মারধরের আরেকটি ঘটনায় সুনামগঞ্জ আদালতে মামলাও করেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রমজান আলী দীর্ঘ পাঁচ বছর ধরে আলী বক্স ও রজব আলী গংদের কাছ থেকে জমি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন। জমি নিয়ে তাদের সঙ্গে বড় ধরনের বিরোধ না থাকলেও হঠাৎ করে রমজান আলীর দেড় কেয়ার জমির শিম গাছ কেটে ফেলে প্রতিপক্ষ। এমনকি জমিতে চাষ করতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। পূর্ব শত্রুতার জেরে শনিবার দুপুরে এ ঘটনা ঘটানো হয়। রমজান আলী জানান, ২২ নভেম্বর শনিবার দুপুর ২টায় রজব আলী গংরা জোরপূর্বক তার জমিতে বেগুন গাছ লাগাতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। আদালতের মামলায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ পরে তার শিম গাছ কেটে ফেলে বলে দাবি রমজান আলীর। এতে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে জানান। গোয়াইনগাঁও গ্রামের বাসিন্দা মো. বাবর আলী বলেন, রজব আলী গংরা স্থানীয় পঞ্চায়েত মানে না। তারা বাজারে বা বাইরে সালিশ করতে চায়। জমির মালিক আলী বক্স বলেন, আমরা জমি বন্ধক দিয়েছি। রমজান আলীর কোনো দোষ নেই। রজব আলী গংরা শিম গাছ নষ্ট করায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মারধরে আহত হয়ে চিকিৎসার পেছনে আরও চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কৃষক আলী বক্স, আক্তার হোসেন, মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম, নয়ন মিয়া, মোশাররফ হোসেন, ইস্তার আলী, আলী হোসেন, জমির হোসেন, আমির হোসেন, নুর আলম, রাসেল মিয়া, তাজুল ইসলাম, মঞ্জিলা বেগম, আছমা বেগম, নাসিমা বেগম, পান্না আক্তার, মমতা বেগম, মরিয়ম বেগম প্রমুখ। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী বলেন, শিম গাছ কর্তনের ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কৃষকের দেড় কেয়ার জমির শিম গাছ কেটে দেয়ার অভিযোগ
- আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০২:৫৬:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৩:২৭:০১ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ