দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
- আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৩:২৩:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৩:২৩:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
মামলা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার দুপুরে বাহাদুরপুর গ্রামের দক্ষিণ মহল্লার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঘটেছে। হামলায় আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে ৪ জনের অবস্থায় গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতরা হলেন জুয়েল মিয়া (৩২), আব্দুল্লাহ (৩৫), জাকির (৩০) ও ইসমাইল (৩০)।
অন্যান্য আহতদের মধ্যে রয়েছেন ইসলাম উদ্দিন (৩৫), ইনাত উল্লা, আব্দুল হান্নান (৩৫), নবী হোসেন (২১), নয়ন, ফরিদ আহমদ, এমরান (৩৫), ইছাক আলী (৪৫), বাহার মিয়া (৪০)। তারা সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতরা অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ আব্দুল হক গং পূর্ব পরিকল্পিতভাবে মসজিদের আশেপাশে দেশীয় অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে। আমরা যখন নামাজ শেষে মসজিদ থেকে বের হই তখনই তারা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ