দোয়ারাবাজারে মাটি চাপায় শ্রমিক আহত
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সীমান্তবর্তী চেলা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় গুরুতর আহত হয়েছেন কামাল হোসেন (২৮) নামের এক শ্রমিক। বুধবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত কামাল হোসেন পূর্বচাইরগাঁও গ্রামের তারা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেলা নদীর ভারতীয় সীমান্ত ঘেঁষা অংশে পাড় কেটে মাটি খুঁড়ে বালু উত্তোলন করে শ্রমিকরা। প্রতিদিনের মতো বুধবার সকালে কামাল হোসেনও মাটি খুঁড়ে বালু তুলছিলেন। এসময় হঠাৎ নদীর পাড় ভেঙে তার ওপর ধসে পড়ে। মাটি চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করেন।
স্থানীয় সূত্র আরও জানায়, গত কয়েক বছর ধরে ইজারার নামে চেলা নদীর তীরে নির্বিচারে বালু উত্তোলন চলছে। একসময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল এই নদীঘাট। তবে অবৈধ ও অতিরিক্ত বালু উত্তোলনের কারণে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে সারপিনপাড়া, পূর্বচাইরগাঁও, সোনাপুর, নাছিমপুর, রহিমের পাড়া ও পূর্বসোনাপুর গ্রামের শতাধিক বসতভিটা এবং বহু একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নদীর তীরবর্তী মানুষের জীবন ও সম্পদ ঝুঁকির মধ্যে রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
