স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়ে গণশুনানি
- আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৩:৫০:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৩:৫০:৩৪ পূর্বাহ্ন
৪৭টি অভিযোগ দ্রুত সমাধানে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা
সুনামগঞ্জে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের মধ্যে গণশুনানি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে এই গণশুনানির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ। যেখানে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও জেলা পরিবার পরিকল্পনা অফিসের সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
সনাক সভাপতি কানিজ সুলতানার সভাপতিত্বে সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক ডা. সুমন বণিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তপন কান্তি ঘোষ। প্রায় ২ শতাধিক সাধারণ নাগরিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ৪২ জন অভিযোগকারী উক্ত প্রতিষ্ঠানের সেবা খাত বিষয়ে মোট ৪৭টি অভিযোগ ও পরমর্শ উত্থাপন করেন।
গণশুনানিতে অভিযোগকারী কর্তৃক উত্থাপিত বিষয়ের মধ্যে ছিল- উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ থেকে সেবা পেতে হয়রানি, স্বজনপ্রীতি, দালালদের দৌরাত্ম্য, বিলম্ব সেবা, ঘুষ লেনদেনে বাধ্য করা, কর্মকর্তার অনুপস্থিতি, অফিসের সময়সূচি অনুসরণ না করা, দায়িত্বে অবহেলা, টিকেট ব্যবস্থা উন্নত করা, সময়ের আগে প্রতিষ্ঠান বন্ধ করা, অভিযোগ ও পরামর্শ বক্স না থাকা, প্রাইভেট ক্লিনিক ব্যবসা, স্বাস্থ্যকেন্দ্র নিয়মিত চালু না রাখা, ভয়ভীতি প্রদর্শন, সেবাগ্রহীতাদের প্রতি মনোযোগের ঘাটতি, অভিযোগ সমাধানে গড়িমসি, তথ্য প্রকাশে অনীহা ইত্যাদি। এছাড়া হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, রাস্তা দখলরোধে পদক্ষেপ না নেওয়া, মাদক সেবন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য ইত্যাদি।
উত্থাপিত অভিযোগসমূহ সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় কর্মকর্তারা যৌথভাবে অংশগ্রহণকারীদের প্রতি দুর্নীতি হ্রাস, নিয়ন্ত্রণ ও প্রতিকারে নানাবিধ আইন ও পদ্ধতি বা টুলস ব্যবহারের পরামর্শ প্রদান করেন। যেকোনো অভিযোগের সমাধান পেতে তাদের দপ্তরে দ্রুত জানানোর জন্যও উৎসাহিত করেন।
উক্ত গণশুনানিতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনেন্দ্র চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের কোঅর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, সনাক সহ-সভাপতি সুখেন্দু সেন, সনাক সদস্য নুরুর রব চৌধুরী, অ্যাড. খলিল রহমান, রাজু আহমেদ ও সঞ্চিতা চৌধুরী এবং অভিযোগকারী সেবা গ্রহীতা ও এসিজি-ইয়েস সদস্যবৃন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি