সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়ে গণশুনানি সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক বন্দরসহ জাতীয় সম্পদ নিয়ে চুক্তি অনির্বাচিত সরকারের কাজ নয় : তারেক রহমান সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা জীবনের শেষ নির্বাচনের জয় দিরাই-শাল্লাবাসীকে উপহার দিতে চাই : নাছির চৌধুরী জামালগঞ্জে পথসভায় ভয়ের নয়, সম্প্রীতির রাজনীতি করতে চাই : আনিসুল হক সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ জগন্নাথপুরের যুবক নিহত, আহত ৭ বিএনপিতে মনোনয়ন নিয়ে বাড়ছে বিভক্তি লক্ষণশ্রীর জুগীরগাঁও মৌজায় সুবিপ্রবি’র ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অশুভ শক্তির কোনো ষড়যন্ত্র সফল হবে না : আনিসুল হক তিন বছরেও শেষ হয়নি খাসিয়ামারা সেতুর কাজ, দুর্ভোগে কয়েক হাজার মানুষ বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে বাদ যাচ্ছে তাহিরপুর ও শান্তিগঞ্জ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া বয়স্ক ভাতা কেবল অর্থ নয়, প্রবীণদের প্রতি রাষ্ট্রের সম্মান : সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে ব্রাদারকে মারধর

শান্তিগঞ্জ মডেল’ : প্রাথমিক শিক্ষায় সম্ভাবনার নতুন দিগন্ত

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৩:৪৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৩:৪৬:৩৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ মডেল’ : প্রাথমিক শিক্ষায় সম্ভাবনার নতুন দিগন্ত
দেশজুড়ে প্রাথমিক শিক্ষার মান নিয়ে যে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে, তা কাটাতে প্রয়োজন বাস্তবসম্মত, তথ্যনির্ভর ও উদ্ভাবনী উদ্যোগ। ঠিক এমন সময় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা থেকে উঠে এসেছে একটি ব্যতিক্রমী মূল্যায়ন পদ্ধতি- ‘শান্তিগঞ্জ মডেল’। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার উদ্ভাবিত এ মডেল নিয়ে গত বুধবার (২৬ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞদের মতামত, বিশেষ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়ের বক্তব্য, এ উদ্যোগের সম্ভাবনার ইতিবাচক বার্তা বহন করে। শান্তিগঞ্জ মডেলের মূল শক্তি হলো শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা এবং শেখার অগ্রগতি সুনির্দিষ্টভাবে পরিমাপ করা। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একটি বিশেষ মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়। এর ভিত্তিতে শিক্ষকদের পরোক্ষ মূল্যায়ন এবং বিদ্যালয়ের পারফরমেন্স র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়। ফলে কোন বিদ্যালয় কোথায় পিছিয়ে আছে, কোন শিক্ষক কোন বিষয়ে দুর্বল বা সবল - এসব স্পষ্ট হয়ে ওঠে। একই সঙ্গে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন কৌশল গ্রহণের সুযোগ তৈরি হয়। এ মডেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো উপস্থিতি এবং অংশগ্রহণ নিশ্চিতকরণ। পরীক্ষায় অন্তত ৮০ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা, স্কুলে নিয়মিত আসতে উদ্বুদ্ধ করা এবং ঝরে পড়া রোধে অভিভাবক-সচেতনতা বৃদ্ধি - এসব ক্ষেত্রেও শান্তিগঞ্জ মডেল উল্লেখযোগ্য ফল দেখিয়েছে। এর ফলে উপজেলায় শিক্ষার পরিবেশে দৃশ্যমান পরিবর্তন এসেছে, যা অন্য অঞ্চলেও অনুসরণযোগ্য উদাহরণ। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের বক্তব্যেও একই সুর প্রতিধ্বনিত হয়েছে- শিক্ষার মানোন্নয়নে নির্মোহ মূল্যায়নের বিকল্প নেই। বহু বছর ধরে প্রাথমিক শিক্ষায় মনোযোগের ঘাটতি, পাঠ্যবস্তুর দুর্বল প্রয়োগ এবং মূল্যায়নের সীমাবদ্ধতা নিয়ে যে সমালোচনা ছিল, শান্তিগঞ্জ মডেল সেই শূন্যস্থান পূরণে কার্যকর হতে পারে। তবে এ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হলে কিছু বিষয় গুরুত্ব পাবে- পর্যাপ্ত শিক্ষক প্রশিক্ষণ, নির্ভরযোগ্য তথ্য ব্যবস্থাপনা, শিশুবান্ধব পরিবেশ বজায় রাখা এবং পরীক্ষা-কেন্দ্রিক মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। কারণ মডেলটির উদ্দেশ্য প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীর শেখার অগ্রগতি নিশ্চিত করা। প্রাথমিক শিক্ষা হলো একটি জাতির ভিত্তি। এ ভিত্তি মজবুত না হলে উচ্চশিক্ষা কিংবা মানবস¤পদ উন্নয়ন - কোনোটিই কাক্সিক্ষত ফল দেবে না। শান্তিগঞ্জ মডেল সেই ভিত্তি শক্তিশালী করার একটি বাস্তব ও পরীক্ষিত উদ্যোগ। এটি শুধু সুনামগঞ্জের নয়, বরং সারাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা বয়ে আনতে পারে। সুতরাং এখন প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে এই উদ্যোগকে আরও গবেষণা, পরিমার্জন ও সম্প্রসারণের মাধ্যমে একটি জাতীয় মডেলে রূপ দেওয়া। শিক্ষার মানোন্নয়নে যে উদ্যম শান্তিগঞ্জ দেখিয়েছে, তা দেশের অন্যান্য উপজেলাও অনুসরণ করলে প্রাথমিক শিক্ষায় একটি ইতিবাচক বিপ্লব ঘটতে সময় লাগবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা

সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা