সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্দরসহ জাতীয় সম্পদ নিয়ে চুক্তি অনির্বাচিত সরকারের কাজ নয় : তারেক রহমান সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা জীবনের শেষ নির্বাচনের জয় দিরাই-শাল্লাবাসীকে উপহার দিতে চাই : নাছির চৌধুরী জামালগঞ্জে পথসভায় ভয়ের নয়, সম্প্রীতির রাজনীতি করতে চাই : আনিসুল হক সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ জগন্নাথপুরের যুবক নিহত, আহত ৭ বিএনপিতে মনোনয়ন নিয়ে বাড়ছে বিভক্তি লক্ষণশ্রীর জুগীরগাঁও মৌজায় সুবিপ্রবি’র ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অশুভ শক্তির কোনো ষড়যন্ত্র সফল হবে না : আনিসুল হক তিন বছরেও শেষ হয়নি খাসিয়ামারা সেতুর কাজ, দুর্ভোগে কয়েক হাজার মানুষ বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে বাদ যাচ্ছে তাহিরপুর ও শান্তিগঞ্জ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া বয়স্ক ভাতা কেবল অর্থ নয়, প্রবীণদের প্রতি রাষ্ট্রের সম্মান : সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে ব্রাদারকে মারধর সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, ছয় উপজেলায় অবাধে চলছে অবৈধ ক্রাশার মেশিন গাছের মগডালে ঝুলছিল যুবকের মরদেহ সেতুর মুখে মৃত্যুকূপ, কর্তৃপক্ষ উদাসীন

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাতিল, অবহেলিত জনপদের প্রতি আরেক অবহেলা

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:০৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:০৬:৩৬ পূর্বাহ্ন
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাতিল, অবহেলিত জনপদের প্রতি আরেক অবহেলা
দেশের গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে একনেকে অনুমোদন পাওয়া “৫০ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প” ছিল সরকারের একটি অনন্য উদ্যোগ। বিশেষত সুনামগঞ্জের তাহিরপুর ও শান্তিগঞ্জে আবাসিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত স্থানীয়দের মাঝে নতুন আশার আলো জ্বালিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে, প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই আশাকে আবারো নিভিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী তাহিরপুরের কেন্দ্রটি নির্মাণ না করে সেটি জগন্নাথপুরে স্থানান্তরের প্রস্তাব পাঠানো হয়েছে, আর শান্তিগঞ্জে কেন্দ্র নির্মাণে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে প্রক্রিয়াটি কার্যত স্থগিত রাখা হয়েছে। অথচ একনেকে অনুমোদনের পর ভূমি প্রস্তুতি, প্রশাসনিক প্রক্রিয়া ও স্থানীয় প্রত্যাশার ভিত্তিতে কাজ চলছিল- বিশেষ করে শান্তিগঞ্জের ক্ষেত্রে জমিও প্রস্তুত ছিল। আমরা মনে করি, তাহিরপুর ও শান্তিগঞ্জে আবাসিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শুধু তরুণদের দক্ষতা বৃদ্ধির সুযোগই তৈরি করতো না; বরং নতুন কর্মসংস্থান, স্থানীয় অর্থনীতির গতিশীলতা এবং বিদেশগামী শ্রমবাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার পথও সুগম করতো। কর্তৃপক্ষের যুক্তি “তাহিরপুরে প্রশিক্ষণার্থী পাওয়া যাবে না” - এটি কতটুকু যৌক্তিক এ বিষয়ে প্রশ্ন থেকে যায়। পাহাড়ি-হাওরবেষ্টিত এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বেকারত্ব একটি বড় সমস্যা। সেখানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র না দিলে প্রশিক্ষণার্থী কোথায় গড়ে উঠবে? কেন্দ্র না থাকার কারণেই তো প্রশিক্ষণার্থী অনুপস্থিত, আর সেই অনুপস্থিতিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে কেন্দ্র বাতিল - এটা উন্নয়নচিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। স্থানীয়রা বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। সমাজসেবক আবুল হোসেনের প্রশ্ন- “নতুন কেন্দ্র তৈরি হোক, কিন্তু আমাদেরটা কেন কাটা হবে?” - এটি বাস্তব এবং ন্যায্য প্রশ্ন। উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এক কথায় বলছেন- অবহেলিত অঞ্চলে উন্নয়ন না এনে উন্নয়নকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এই সিদ্ধান্ত বৈষম্যমূলক। দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্তের ফলে উপকারভোগী এলাকার হাজারো বেকার তরুণ দক্ষতা অর্জনের সুযোগ হারাবে। এর ক্ষতি শুধু তাহিরপুর বা শান্তিগঞ্জের নয় - ক্ষতি হবে দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতের, ক্ষতি হবে জাতীয় অর্থনীতির। আমরা মনে করি, নির্বাচনী অঙ্গীকার হোক বা উন্নয়নের প্রতিশ্রুতি - সবশেষে লক্ষ্য একটাই: পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়া। সেই লক্ষ্যকে উপেক্ষা করে কারিগরি প্রশিক্ষণের সুযোগ কেটে নেওয়া কোনোভাবেই একটি কল্যাণমুখী রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাহিরপুর ও শান্তিগঞ্জের কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা

সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা