ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
- আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৪৬:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৪৬:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর বাগগাঁও দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত ক্যা¤েপ বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৬৬ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাদের মধ্যে বাছাইকৃত ২৪ জন অসচ্ছল ও দুঃস্থ ছানি রোগীর বিনামূল্যে ছানি অপারেশন স¤পন্ন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
রোগী এবং তাদের স্বজনরা জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে এলাকার অসচ্ছল মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।
অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংক দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান আমাদের মানবিক উদ্যোগের অংশ। তিনি আরও বলেন, এই যুগান্তকারী কার্যক্রম বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সুনামগঞ্জের কৃতী সন্তান, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যার। তাঁর নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে ডাচ্-বাংলা ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার অফিসার নারায়ণ চন্দ, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মারুফ আজহার রাফি এবং জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ