হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের জেলা কমিটি অনুমোদন
- আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৪১:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৪১:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ, সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নুর যৌথ স্বাক্ষরে ২০২৫-২০২৭ মেয়াদের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ফরিদুল ইসলাম সুহেল, সাধারণ সম্পাদক ওবায়দুল মুন্সী এবং সাংগঠনিক সম্পাদক বাউল কবি আশিক। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বাউল সিরাজ উদ্দিন, সহ-সভাপতি সালাহ উদ্দিন মিঠু, মহসিন আলম, সাজাউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সুরঞ্জিত গুপ্ত রনজু কাব্যতীর্থ, মো. মাইনুদ্দিন, বাউল আজিজ রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক বাউল লাল শাহ, নজিবুর রহমান, অর্থ সম্পাদক খীজির আহমদ, প্রচার সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. শামীম আহমদ, দপ্তর সম্পাদক আদিল আরমান, আইন বিষয়ক সম্পাদক শফিউল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক রাখু চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবিদ উদ্দিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক ডি এইচ নবীন, যুব ও ক্রীড়া সম্পাদক শিল্পী বাবু লাল, মহিলা বিষয়খ সম্পাদক সুমনা তালুকদার, সহ-মহিলা সম্পাদক ফেরদৌসী বেগম, সাহিত্য ও প্রকাশনা স¤পাদক মুশফিকুর রহমান স্বপন, আন্তর্জাতিক সম্পাদক গিলেমান আলম, নির্বাহী সদস্য মো. ওবায়দুল হক মিলন, আব্দুল মতিন পীর, মো. দবির মিয়া, সুফিয়ান খান, আবুল হাসনাত।
নেতৃবৃন্দ নবগঠিত কমিটির মাধ্যমে সুনামগঞ্জে হাছন রাজার লোকসাহিত্য, সংস্কৃতি ও মরমী চর্চার প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ