সুনামগঞ্জ , শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আগে থেকে সতর্ক থাকলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানো যেত : তারেক রহমান ঝুঁকিপূর্ণ পৌরবিপণি ভবন, দুর্ঘটনার আশঙ্কা ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ সত্য-সাহসে প্রথম আলোকে অবিচল থাকতে হবে ভারতের ত্রিপুরায় কবি পুলিন রায়ের বিশেষ সম্মাননা অর্জন আরও বড় ভূমিকম্পের আশঙ্কা : ঝুঁকিতে রয়েছে সুনামগঞ্জ ভূমিকম্পে নিহত ১০, আহত ছয় শতাধিক এবার নয়, পরের নির্বাচনে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাড়ছে ‘টার্গেট কিলিং’, অস্ত্রের উৎস নিয়ে শঙ্কা সুনামগঞ্জের ৩টি আসনে বিএনপি’র মনোনয়ন, মাঠ ছাড়ছেন না বঞ্চিত নেতারা স্থানীয়দের পরামর্শ নিয়ে টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবো : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক একাধিক হোটেল ও রেস্তোরাঁকে জরিমানা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন,কারো প্ররোচনায় ভুল করবেন না: আনিসুল হক অসুস্থ মানিকের পাশে দাঁড়ালেন বিশ্বম্ভরপুরের ইউএনও মেরিন দেবনাথ ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : মির্জা ফখরুল রাজনৈতিক উদ্দেশ্যে ডিসিদের রদবদল করা হচ্ছে : গোলাম পরওয়ার পর্যটকদের ফেলা প্লাস্টিক-পলিথিন-কাঁচের বোতলে ভরেছে হাওর, ব্যাহত কৃষিকাজ সবাই মিলে টাঙ্গুয়ার হাওরকে সংরক্ষণ করতে হবে ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা
সুনামগঞ্জ-১

ইসলামী ঐক্য জোটের প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৮:১১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৮:১১:৩৭ পূর্বাহ্ন
ইসলামী ঐক্য জোটের প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম
সাইফ উল্লাহ :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে আলোচনা সভা করেছেন প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী। শুক্রবার বিকেল ৩টায় ধর্মপাশা উপজেলার দশধরী গ্রামে জোবাইদা গার্ডেন মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। মুফতি মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি বলেন, আমি দীর্ঘ দিন যাবৎ রাজনৈতিক কর্মকান্ডে জড়িত। স্বৈরাচারের আমলে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। এই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ইসলামী ঐক্যজোটে প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আমার বিশ্বাস নির্বাচনী অভিজ্ঞতা, দুর্নীতিমুক্ত, সৎ-সাহসী জনপ্রিয়তার বিচারে আমাকে জোট মনোনয়ন দিবে। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। ডা. রফিকুল ইসলাম চৌধুরী আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি করে, শান্তিপূর্ণভাবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ এক বিরাট চ্যালেঞ্জ। আজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে জড়িত দলগুলো পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ-দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসনসহ সকল স্তরে গণতন্ত্রায়ন প্রয়োজন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. বাচ্চু মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আলম, জামায়েত ইসলামের নেতা মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক আব্দুল কাইয়ুম আজাদ, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, যুগ্ম আহবায়ক শান্তু রহমান শান্ত, সদস্য রাসেল মিয়া, সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আব্দুল সালাম প্রমুখ। উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আরও বড় ভূমিকম্পের আশঙ্কা : ঝুঁকিতে রয়েছে সুনামগঞ্জ

আরও বড় ভূমিকম্পের আশঙ্কা : ঝুঁকিতে রয়েছে সুনামগঞ্জ