সুনামগঞ্জ , শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আগে থেকে সতর্ক থাকলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানো যেত : তারেক রহমান ঝুঁকিপূর্ণ পৌরবিপণি ভবন, দুর্ঘটনার আশঙ্কা ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ সত্য-সাহসে প্রথম আলোকে অবিচল থাকতে হবে ভারতের ত্রিপুরায় কবি পুলিন রায়ের বিশেষ সম্মাননা অর্জন আরও বড় ভূমিকম্পের আশঙ্কা : ঝুঁকিতে রয়েছে সুনামগঞ্জ ভূমিকম্পে নিহত ১০, আহত ছয় শতাধিক এবার নয়, পরের নির্বাচনে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাড়ছে ‘টার্গেট কিলিং’, অস্ত্রের উৎস নিয়ে শঙ্কা সুনামগঞ্জের ৩টি আসনে বিএনপি’র মনোনয়ন, মাঠ ছাড়ছেন না বঞ্চিত নেতারা স্থানীয়দের পরামর্শ নিয়ে টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবো : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক একাধিক হোটেল ও রেস্তোরাঁকে জরিমানা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন,কারো প্ররোচনায় ভুল করবেন না: আনিসুল হক অসুস্থ মানিকের পাশে দাঁড়ালেন বিশ্বম্ভরপুরের ইউএনও মেরিন দেবনাথ ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : মির্জা ফখরুল রাজনৈতিক উদ্দেশ্যে ডিসিদের রদবদল করা হচ্ছে : গোলাম পরওয়ার পর্যটকদের ফেলা প্লাস্টিক-পলিথিন-কাঁচের বোতলে ভরেছে হাওর, ব্যাহত কৃষিকাজ সবাই মিলে টাঙ্গুয়ার হাওরকে সংরক্ষণ করতে হবে ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা
ভূমিকম্প

ঝুঁকিপূর্ণ পৌরবিপণি ভবন, দুর্ঘটনার আশঙ্কা

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৮:০৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৮:০৮:৪১ পূর্বাহ্ন
ঝুঁকিপূর্ণ পৌরবিপণি ভবন, দুর্ঘটনার আশঙ্কা
স্টাফ রিপোর্টার :: শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠেছে সারাদেশ। হতাহত হয়েছেন বহু মানুষ। ভবন ধসে পড়েছে, হেলে পড়েছে। রাস্তাঘাট দেবে গেছে। এখনো আতঙ্ক কাটেনি মানুষের মন থেকে। সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও এই আতঙ্ক দেখা গেছে শুক্রবার সকালে ভূমিকম্প চলাকালে। মাঝারি ভূমিকম্প চলাকালে জেলা শহরে সবচেয়ে বেশি উদ্বেগ লক্ষ করা গেছে সুনামগঞ্জ পৌর বিপণিতে। এই মার্কেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ এক দশক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। কিন্তু পৌর কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ভবনের তিনতলায় একের পর এক নতুন স্থাপনা বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের দেয়া অব্যাহত রেখেছে। যে কোনও সময় বড়ো দুর্ঘটনার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সুনামগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, আশির দশকে দ্বিতল বিশিষ্ট পৌর মার্কেট তৈরি করা হয়। কোনও পরিকল্পনা ও ভূমিকম্প প্রতিরোধের কথা মাথায় না রেখে বাণিজ্যিক ভবনটি তৈরি করা হয়েছিল। তৃতীয় তলায় প্রথমে হাতেগোণা কয়েকটি টিনশেড স্থাপনার অনুমতি দেওয়া হলেও সম্প্রতি তৃতীয় তলার পুরো ছাদেই স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। নতুন করে একটি পরিবহন সংগঠনকে তৃতীয় তলায় কার্যালয় নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ ভবনে আরো ঝুঁকি দেখা দিয়েছে। শুক্রবার সকালে ভূমিকম্প চলাকালে পুরো ভবন কেঁপে ওঠে। ভবনের অনেক কক্ষের জিনিসপত্র ও ছাদের পলেস্তারা খসে পড়ে। শুক্রবার বন্ধ থাকায় ব্যবসায়ী ও বিভিন্ন কার্যালয়ের লোকজন তীব্র ঝাঁকুনি টের পাননি। তবে এই বাণিজ্যিক ভবনটি যে কোনও সময় ভেঙে পড়তে পারে এবং বিপুল হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সুনামগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, সাবেক প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগকে দিয়ে ভবনটির সার্ভে করান। তখন এই ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বলে প্রতিবেদন দেয় প্রকৌশল বিভাগ। এছাড়াও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসও ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে। শুক্রবার সকাল ১১টায় পৌর মার্কেটে গিয়ে কথা হয় একজন ক্রেতা সুজন মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমি ওই সময় দোতলায় ছিলাম। দেখি ভবনটি দোলছে। মনে হচ্ছিল পুরো মার্কেট ভেঙে পড়বে। এরকম ভবনে কিভাবে কৃর্তপক্ষ তৃতীয় তলায় নতুন স্থাপনা করার অনুমতি দেয় এমন প্রশ্ন করেন তিনি। সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল বলেন, পৌরবিপণি ঝুঁকিপূর্ণ হিসেবে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল প্রতিবেদন দিয়েছে বহু আগে। এই ভবনটি অনেক ঝুঁকিপূর্ণ। তবে শুক্রবার মার্কেট বন্ধ থাকায় আমরা ক্ষয়-ক্ষতির হিসাব পাইনি। এই ভবনটি নতুন করে নির্মাণ নিয়ে আমরা ভাবছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আরও বড় ভূমিকম্পের আশঙ্কা : ঝুঁকিতে রয়েছে সুনামগঞ্জ

আরও বড় ভূমিকম্পের আশঙ্কা : ঝুঁকিতে রয়েছে সুনামগঞ্জ