সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক বন্দরসহ জাতীয় সম্পদ নিয়ে চুক্তি অনির্বাচিত সরকারের কাজ নয় : তারেক রহমান সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা জীবনের শেষ নির্বাচনের জয় দিরাই-শাল্লাবাসীকে উপহার দিতে চাই : নাছির চৌধুরী জামালগঞ্জে পথসভায় ভয়ের নয়, সম্প্রীতির রাজনীতি করতে চাই : আনিসুল হক সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ জগন্নাথপুরের যুবক নিহত, আহত ৭ বিএনপিতে মনোনয়ন নিয়ে বাড়ছে বিভক্তি লক্ষণশ্রীর জুগীরগাঁও মৌজায় সুবিপ্রবি’র ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অশুভ শক্তির কোনো ষড়যন্ত্র সফল হবে না : আনিসুল হক তিন বছরেও শেষ হয়নি খাসিয়ামারা সেতুর কাজ, দুর্ভোগে কয়েক হাজার মানুষ বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে বাদ যাচ্ছে তাহিরপুর ও শান্তিগঞ্জ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া বয়স্ক ভাতা কেবল অর্থ নয়, প্রবীণদের প্রতি রাষ্ট্রের সম্মান : সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে ব্রাদারকে মারধর সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, ছয় উপজেলায় অবাধে চলছে অবৈধ ক্রাশার মেশিন

সীমান্তে সাড়ে ১৯ লাখ রুপিসহ যুবক আটক

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০১:৫৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০১:৫৬:৫৩ পূর্বাহ্ন
সীমান্তে সাড়ে ১৯ লাখ রুপিসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার সীমান্ত এলাকায় সাড়ে ১৯ লাখ ভারতীয় রুপিসহ এক তরুণকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। আটক তরুণের নাম হৃদয় মিয়া (২৫)। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের বাসিন্দা। বিজিবির বাংলাবাজার বিওপির কো¤পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ জানান, বাংলাদেশ থেকে রসুন, সুপারি, শিং, ইলিশ মাছসহ নানা পণ্য অবৈধভাবে ভারতে পাঠায় একটি চক্র। হৃদয় মিয়া চোরাচালানে জড়িত। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। পরে বিজিবি সদস্যেরা তাকে দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। হৃদয়ের বরাত দিয়ে বিজিবি দাবি করেছে, পণ্য পাচারের বিষয়টি হৃদয় স্বীকার করেছেন। ওই অর্থ নিয়েই তিনি দেশে এসেছেন। এর পেছনে একটি চোরাচালান চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে বিজিবির সুবেদার আবুল বাশার আজাদ বলেন, আমাদের কাছে হৃদয় বলেছেন এসব রুপি তার নিজের। তবে স্থানীয় লোকজন বলেছেন, তিনি বাহকমাত্র। এলাকায় একটি চোরাচালান চক্র আছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সরকার পতনের পর দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান বেড়েছে। সীমান্তের ১২৩৪ থেকে ১২৩৬ পিলার পর্যন্ত কাঁটাতারের কোনো বেড়া নেই। এ দিক দিয়েই রাতে চোরাচালান হচ্ছে। বাংলাদেশ থেকে এ পথে রসুন, সুপারি, ইলিশ, শিং মাছসহ নানা পণ্য চোরাচালান করা হয়। অন্যদিকে ভারত থেকে আনা হয় গরু, চিনি, পেঁয়াজ, মাদকসহ অন্য পণ্য। স্থানীয় কয়েকজন ব্যক্তি এ চোরাচালানের হোতা। গত দুই দিনে সীমান্তের কলাউড়া এলাকায় ভারতে পাচারের চেষ্টার সময় ৪ টন রসুন, ৪ টন সুপারি ও ২ টন শিং মাছ এবং ঘিলাচড়া এলাকা থেকে ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আটক ওই তরুণের বিরুদ্ধে থানায় মামলা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা

সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা