ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন,কারো প্ররোচনায় ভুল করবেন না: আনিসুল হক
- আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৯:০৪:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৯:০৪:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
ধানের শীষ প্রতিকের ভোট দিয়ে বিজয়ের বিষয়ে কোনো আপোষ নেই,বিজয় আমাদের হবেই,শুধু আপনারা পাশে রাখবেন আর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন কারো প্ররোচনায় ভুল করবেন না জানিয়েছেন ২২৪-সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আনিসুল হক।
তিনি বলেন,সকল বেদাবেদ ভুলে দল ও দেশের স্বার্থে নিজেদের স্বার্থে আমরা সবাই ঐক্য জোট, ধানের শীষে দেবো ভোট বলে মন্তব্য করেছেন
বৃহস্পতিবার(২০ নভেম্বর)বিকেলে উপজেলার বালিজুরি ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে উঠান বৈঠকে করেন ২২৪ সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আনিসুল হক।
তিনি জানান,গত ১৭ বছর জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছি কিন্তু আপনাদের ছেড়ে যাইনি,বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আগামী দিনেও পাশে থাকতে চাই।আমরা কোনো ভাইয়ের না দলের জন্য ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবো। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য কাজ করতে হবে। পাশা পাশি প্রতিটি ঘরে ঘরে ধানের শীষ বিজয়ী করতে তারেক রহমানের সালাম দিয়ে ভোট চাইবেন।
তিনি আরও বলেন,আপনাদের উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল গত ১৭ বছর,এবার তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন করবো সুনামগঞ্জ ১ আসনের প্রতিটি পাড়া মহল্লা ও হাওরাঞ্চলে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সবাই ঐক্য বদ্ধ থাকবেন, ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্য বদ্ধ থাকলে দেশ দল এবং আমরা আমাদের নিজ নিজ এলাকার নিরাপদ।
এসময় উপজেলা বিএনপি নেতা কর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন। এর পূর্বে বিভিন্ন গ্রামে নির্বাচনী উঠান বৈঠক করেছেন ২২৪-সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আনিসুল হক।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ