অনূর্ধ্ব-১৫ বালকদের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন
- আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৮:০৩:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৮:০৩:৪৭ পূর্বাহ্ন
তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনূর্ধ্ব ১৫ বালকদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুর প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া।
মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ ও মেধাবী তরুণ প্রজন্ম গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি