তারেক রহমানের জন্মদিনে উৎসব না করার আহ্বান
- আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৪:৩০:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৪:৩০:২৭ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনাসভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীকে উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য বিজ্ঞপ্তিতে জোর আহ্বান জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক