ধর্মপাশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৩:৫৭:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৩:৫৭:২৯ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে এ উপজেলার এক হাজার ৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে পাঁচ কেজি করে উফশী বীজ ধান, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বীজ ও সার বিতরণের আয়োজন করে। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ওমর ফারুক, ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি