ধর্মপাশায় চোলাই মদসহ গ্রেপ্তার ১
- আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৩:৫৬:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৩:৫৬:২০ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার কংস সেতুর পশ্চিমপাশের সংযোগ সড়ক থেকে মঙ্গলবার সকালে ৯ লিটার চোলাইমদসহ রণজিত মণি ঋষি (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার ধর্মপাশা বাজার এলাকার বাসিন্দা রণজিত মণি ঋষি মঙ্গলবার সকাল সাতটার দিকে পাশের মোহনগঞ্জ বাজার থেকে চোলাইমদ নিয়ে ধর্মপাশা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। খবর পেয়ে ওইদিন সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের কংস সেতুর পশ্চিমপাশের সংযোগ সড়ক থেকে একটি প্লাস্টিকের ব্যাগে ১৮টি পানীয় বোতলের মধ্যে থাকা নয় লিটার চোলাইমদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। ওইদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি