রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক বৈঠক অনুষ্ঠিত
- আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৩:৫৪:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৩:৫৪:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ডেমোক্রেসি ইনটারন্যাশনাল এবং সুনামগঞ্জ মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, সিনিয়র আইনজীবী অ্যাড. স্বপন কুমার দাশ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী নাসিম উদ্দিন লালা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওমর খৈয়াম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন, সহকারী পাবলিক প্রসিকিউটর জয়শ্রী দেব বাবলী, বাসস প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ স¤পাদক শাহজালাল সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, অ্যাড. আব্দুল আহাদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার কলি, কলেজ শিক্ষার্থী জাকারিয়া আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের কনস্যালটেন্ট এম ডি আলী ইজাজ ও সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ