ধর্মপাশায় বিএনপি’র মিছিল
- আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১২:১৭:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১২:১৭:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নে বিএনপি আনিসুল হকের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৫টায় ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে একটি মিছিল বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এসে পথসভায় মিলত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার, সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক আমিন দোজা আহমেদ, উপজেলা স্বেচ্ছাবেক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হামিদুল ইসলাম রতন, অহিদুল ইসলাম, নাসির উদ্দিন, সেলবরষ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোকাদ্দিস মিয়া, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি সাকিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ