তাহিরপুরে বিনামূল্যে ধানের বীজ পেলেন ১৩৫০ কৃষক
স্টাফ রিপোর্টার ::
২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তাহিরপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তাহিরপুর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অধিদপ্তরের আয়োজনে বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৩৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়। বিনামূল্যে বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়ছল আহমদ, জালাল উদ্দিন, আমিরুল ইসলাম, শাহিমা আক্তার, হাবিবুর রহমান, ফয়েজ উদ্দিন, লায়েস মিয়া, মুসতাসিম বিল্লা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বছর সরকারি প্রণোদনার অংশ হিসেবে ১ হাজার ৩৫০ জন কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এই সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, কৃষকদের উৎসাহিত করা এবং তাদের আর্থিক বোঝা কমাতে সরকার নিয়মিতভাবে এ ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। এতে চাষাবাদের গতিশীলতা বাড়বে এবং খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। কৃষকরা সময়মতো বোরো ধানের বীজ পাওয়ায় সময়মতো ধান বুনতে পারবেন এবং উপকৃত হবেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
