সদর হাসপাতালে ওয়ার্ড বয়কে মারধর
- আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১১:৫৪:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১১:৫৪:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সিরিয়াল (ক্রম) ভেঙে আগে এক্সরে করার সুযোগ না দেয়ায় হাসপাতালের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের এক্সরে রুমে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই কর্মীর নাম পিয়াল হোসেন, তিনি হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত। ঘটনার পর পিয়াল হোসেন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে পৌরশহরের হাসননগরের বাসিন্দা আপ্তাব উদ্দিনের দুই ছেলে ফরহাদ ও শিমুলকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা নিয়ম ভেঙে আগে সেবা নিতে চাইলে বাধা দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়।
হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তারা কঠোর কর্মসূচি পালন করবেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, হাসপাতালের কর্মীকে মারধরকারীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ