যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলন, সেইভ মেশিনসহ ১০ নৌকা জব্দ
- আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১১:৪২:৪১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১১:৪২:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের যাদুকাটা-১ বালুমহালের ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ২০ ঘনফুট বালু ও সেইভ মেশিনসহ ১০টি নৌকা জব্দ করেছে ২৮ বিজিবি।
সোমবার (১৭ নভেম্বর) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালিত এই অভিযানে
আনুমানিক ২০ ঘনফুট বালু, সেইভ মেশিনসহ ইঞ্জিন চালিত ৬টি কাঠবডি নৌকা, ইঞ্জিনসহ ৩টি কাঠবডি নৌকা ও ১টি বারকী নৌকাসহ মোট ১০টি নৌকা জব্দ করা হয়।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপি'র সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে বিজিবি সদস্যদের একটি টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদীতে টহলে যায়। টহল চলাকালীন তারা দেখতে পান, যাদুকাটা-১ বালুমহালের ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য একটি সেইভ মেশিন ব্যবহার করা হচ্ছে। তাৎক্ষণিক অভিযানে টহল দল এসব জব্দ করেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জব্দকৃত এসব সেইভ মেশিন, নৌকা এবং অন্যান্য মালামাল বর্তমানে শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, লাউড়েরগড় বিওপির সদস্যরা সীমান্ত সুরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি দিন ও রাতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। এই ধরনের অবৈধ কার্যকলাপ রুখতে অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ