জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২
- আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৯:০৯:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৯:০৯:৪১ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই দিপংকর হালদার, এসআই উমর ফারুক ও এএসআই কামাল উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ দল পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জগন্নাথপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি মোজাহিদুল ইসলাম মুছতাকিনকে (১৯) গ্রেফতার করা হয়। সে ছাতক থানার ভাতগাঁও গ্রামের নজরুল মিয়ার ছেলে। আসামি মোজাহিদুল দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের বলবল গ্রামে বসবাস করে আসছিল। এছাড়া পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নাছির মিয়াকে গ্রেফতার করা হয়। সে জগন্নাথপুর পৌর এলাকার বাদাউড়া গ্রামের ইস্তর আলীর ছেলে।
রবিবার পুলিশ প্রহরায় গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি