জামায়াতকে মানুষ আর বিশ্বাস করে না, ভোটও দেবে না : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক ::
জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের মানুষ আর বিশ্বাস করে না, তাই আপনাদের ভোটও দেবে না।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ ব্যানারে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী ২০০১ সালের নির্বাচনে মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছে। এদেশের মানুষ ধর্মপ্রিয়। ধর্ম, আল্লাহ ও নবীকে ভালোবাসে। কিন্তু ধর্মান্ধ বা সাম্প্রদায়িক নয়। আপনাদের মানুষ আর বিশ্বাস করে না তাই আপনাদের ভোটও দেবে না।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, পাকিস্তানে আপনাদের নেতা মওদুদী বিরোধী দলে ছিলেন। আর বাংলাদেশের মানুষ আপনাদের সম্পর্কে জানে। আপনারা শুধু দেশের বিরুদ্ধেই ছিলেন না, আপনারা পাকিস্তান বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এদেশের নিরীহ মানুষের ওপর নির্যাতন ও মা-বোনদের সম্মানহানি করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা, তাই আমাদের ভুল বুঝিয়ে মাথা নোয়াতে পারবেন না। আপনারা নির্বাচনকেন্দ্রিক যত পোস্টার ছাপাচ্ছেন, অন্য কোনো দলের তো দেখলাম না। আপনারা একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে দেশে বিশৃঙ্খলা করছেন, যোগ করেন মির্জা ফখরুল।
আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী মো. আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
