ধ্রুবতারা সংগীত বিদ্যালয়ের যাত্রা শুরু
- আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৯:৫৩:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৯:৫৩:৩৬ পূর্বাহ্ন
ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অরুণ তালুকদার অনুপ্রেরণায় শুক্রবার সকালে শহরের কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও সংস্কৃতিনুরাগী অধ্যক্ষ শেরগুল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সমীর কান্তি দে এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবির হোসাইন।
অনুষ্ঠানে নতুন ছাত্র-ছাত্রীদের বরণ, কেক কাটা ও সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. ফরিদুল ইসলাম সোহেল, মৃণাল কান্তি দাস, শায়েখ আকএম জাকারিয়া, রাকু রাজ চৌধুরী, সুজিত দাস, গুরুধন দাস, প্রশিক্ষক রাজ নারায়ণ দাস, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির গানের শিক্ষক সন্তোষ কুমার চন্দ, সোহেল রানা, সংগঠনের সহ-সভাপতি স্বপন রায়, রেসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ও কোষাধ্যক্ষ মনি তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জমির হোসেন, বজলুর চৌধুরী, বিজিত মিত্র, অশেষ তালুকদার, ইমরান আহমেদ, রফিকুল ইসলাম, সাইফুর রহমান, মাধুরী তালুকদার, শিপ্রা বৈদ্যসহ সংগঠনের সদস্যবৃন্দ, অভিভাবক ও নবীন শিক্ষার্থীরা। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি