জগন্নাথপুরে এক সঙ্গে দুই সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ
- আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:৩৬:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:৩৬:০৩ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে এক সঙ্গে দুই সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ নিয়ে জনমনে ব্যাপক সাড়া পড়েছে। গণসংযোগকালে প্রার্থীদের সাদরে গ্রহণ করেন সাধারণ মানুষ। এ নিয়ে জনমনে ইতিবাচক আলোচনা চলছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন গণসংযোগ করেছেন। এ সময় ব্যারিস্টার আনোয়ার হোসেনকে অভিনন্দন জানিয়ে আরেক এমপি প্রার্থী এমএ কাহারও গণসংযোগ করেন।
শুক্রবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে গণসংযোগ শেষে দলীয় কার্যালয়ে মতবিনিময়ে মিলিত হন প্রার্থীরা। পরে জগন্নাথপুর বাজারে সদর বাজারে গণসংযোগ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে পৃথকভাবে কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ। বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন ও এমএ কাহার। এ সময় বিএনপি নেতা এমএ কয়েছ, সামিনুর রহমান, রুহেল আহমদ রাজা, সুহেল আহমদ, জুয়েল আহমদ, সুহেল হোসাইন সহ দুই এমপি প্রার্থীর কর্মী-সমর্থকসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি