জামালগঞ্জে ঐতিহ্যবাহী দশ হাজার মানুষের মেজবান
- আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৮:১২:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৮:১২:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সংবাদপুর গ্রামে প্রয়াত গোলাম মর্তুজা, রাবিয়া খাতুন, কাজী শাহাবুদ্দিন, আম্বিয়া খাতুন ও লাইলি বেগমের স্মরণে এক বিশাল মেজবানের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী মেজবানে প্রায় দশ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
মেজবানটি সফলভাবে স¤পন্ন করতে স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক বিনাপারিশ্রমিকে কাজ করেছেন। অনুষ্ঠানের সার্বিক অর্থায়ন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আলমগীর কবির।
স্থানীয়রা জানান, এ অঞ্চলে অতীতে চল্লিশা অনুষ্ঠান হয়ে থাকলেও মেজবানের এমন বৃহৎ আয়োজন এই প্রথম। বহু বছর ধরে এ অঞ্চলে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, কুলখানী ও ঔরশ মোবারক উপলক্ষে মেজবানের প্রচলন রয়েছে, যা এখানে “জিয়াফত” নামেও পরিচিত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক জিএস ও বর্তমান পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
মরহুম গোলাম মর্তুজার নাতি মো. আলমগীর কবির বলেন, আমার নানা, নানী, মা ও মামাসহ যেসব প্রিয়জন আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের স্মরণে এই মেজবানের আয়োজন করা হয়েছে। গ্রামের শত শত মানুষ বিনা পারিশ্রমিকে কাজ করে যে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ