আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি প্রদান
- আপলোড সময় : ১০-১১-২০২৫ ১২:১৩:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৫ ১২:১৩:৫০ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান স¤পন্ন হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকাল ৪টায় উপজেলার এফআইভিডিবি’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুন নুর চেয়ারম্যান মেধাবৃত্তি পরীক্ষার নির্বাহী পরিচালক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।
সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তী, প্রধান সমন্বয়ক মানিক লাল চক্রবর্তী, আল-হেরা একাডেমির প্রিন্সিপাল দেলোওয়ার হোসেন, সিলেট স্কলার্সহোমের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মৌমি আক্তার, বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী সেজুতি মজুমদার, দ্বিতীয় স্থান অধিকারী আয়শী দাশ পড়শী। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি