সুনামগঞ্জ বনাম শাল্লা একাডেমি’র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:১১:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:১১:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে শাল্লা ফুটবল একাডেমি স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচের আয়োজন করে। এতে অংশগ্রহণ করে সুনামগঞ্জ ফুটবল একাডেমি বনাম শাল্লা ফুটবল একাডেমি। সুন্দর সুশৃঙ্খল এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ফুটবল প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিসিবির পরিচালক রেজওয়ানুল হক রাজা, শাল্লা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল ইসলাম, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল।
খেলা পরিচালনায় ছিলেন শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালিপদ রায় এবং সহকারী পরিচালক সৈকত মিয়া ও চপল দাশ। যৌথভাবে ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন বাদল তালুকদার ও আলেক মিয়া।
খেলা শেষে সম্মানসূচক সুনামগঞ্জ ফুটবল একাডেমির অধিনায়ক কল্লোল তালুকদারের নিকট গোল্ড মেডেল তুলে দেন শাল্লা ফুটবল একাডেমি।
পরবর্তীতে সুনামগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে শাল্লা ফুটবল একাডেমিকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রীতিম্যাচ খেলার অনুরোধ জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ