বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪১:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৪১:৪৮ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের পূর্ব বাজারে থাকা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর ব্যক্তিগত কার্যালয়ে শুক্রবার বিকেল চারটার দিকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মাহতাব (৪৬)কে জড়িয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবির প্রকাশিত খবরের প্রতিবাদে ওই বিএনপি নেতা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বত্তব্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কাউছার মিয়ার (৩৮) বিরুদ্ধে গত ২৬ অক্টোবর পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২)-কে শ্লীলতাহানির অভিযোগ উঠে। এ ঘটনায় ২৯ অক্টোবর রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। মামলার পরপরই উপজেলা সদরের পূর্ববাজার থেকে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিএনপি নেতা সালাহ উদ্দিন মাহতাব তার লিখিত বক্তব্য উল্লেখ করেন, এলাকাবাসী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে পঞ্চম শ্রেণিতে পড়–য়া ওই ছাত্রীটির শ্লীলতাহানির ঘটনায় ছাত্রীটির পরিবারকে তিনি আইনি সহায়তা গ্রহণের পরামর্শ দেন এবং এ ব্যাপারে আইনি সহায়তা পেতে তারা সার্বিকভাবে সহযোগিতা করেন। গত ৪ নভেম্বর একটি জাতীয় পত্রিকা ও ৬ নভেম্বর একটি অনলাইন পোর্টালে তাকে জড়িয়ে শ্লীলতাহানির ঘটনাটি ধামাচাপা দিতে তার বিরুদ্ধে ওই শিক্ষকের বাবার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে মর্মে খবর প্রকাশিত হয়। চাঁদা দাবির কোনো ধরনের ঘটনা না ঘটলেও এলাকায় তার ব্যক্তিগত সুনাম ও দলীয় ভাবমূর্তি ক্ষুণœ করার উদ্দেশ্যে এমনটি করা হয়েছে। বিএনপি নেতার ১৫ লাখ টাকা চাঁদা দাবির বিষয়টি ওই শিক্ষকের বাবা অস্বীকার করেছেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড গত ৩ নভেম্বর একাধিক ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়েছে।
ওই শিক্ষকের বাবা বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন মাহতাব আমার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেননি।
বিএনপি নেতা সালাহ উদ্দিন মাহতাব বলেন, আমাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ১৫ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা খবর ছড়ানোর জন্য এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এবং আমার দলের সুনাম ক্ষুণœ করার কাজে যারা লিপ্ত রয়েছে আমি তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম (বিএসসি), সদস্য মাহবুবুল আলম হাদিস, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, সাংবাদিক সাইফ উল্লাহ, সেলিম আহম্মেদ, মহি উদ্দিন আরিফ, রাজু ভুঁইয়া, এরশাদুল হক, উজ্জ্বল সরকার, আরিফ হোসেন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি