এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৩:৪৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষুশিবির ও ছানি বাছাই অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিল ঢাকার দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর ৮ সদস্যের মেডিকেল টিম। শুক্রবার সকালে চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক এমএ কাহার। উদ্বোধনের পর সকাল ৯টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে হাজারো রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ এবং চশমা বিতরণ করা হয়। একই সঙ্গে শতাধিক জটিল রোগীদের বাছাই করে অপারেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এমএ কাহার এর সভাপতিত্বে ও সাংবাদিক মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আবদুল হান্নান ও এমএ কাহারের বড় ভাই আবদুস ছত্তার। আরও বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি নেছাবর খান, নুর মিয়া, লালা মিয়া, নুরুল ইসলাম, আবদুল গফুর, সাংবাদিক শাহ আলম চৌধুরী, মাস্টার হাফিজুর রহমান, সুহেল আহমদ, আবদুল মমিন, জুয়েল আহমদ, সুহেল হোসাইন প্রমুখ। মেডিকেল টিমের পক্ষে বক্তব্য রাখেন ডাস আই হাসপাতালের ম্যানেজার নাঈম হাসান চৌধুরী। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করে দরিদ্র পরিবারের রোগী ও তাদের স্বজনরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি