সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়ে গণশুনানি সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক বন্দরসহ জাতীয় সম্পদ নিয়ে চুক্তি অনির্বাচিত সরকারের কাজ নয় : তারেক রহমান সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা জীবনের শেষ নির্বাচনের জয় দিরাই-শাল্লাবাসীকে উপহার দিতে চাই : নাছির চৌধুরী জামালগঞ্জে পথসভায় ভয়ের নয়, সম্প্রীতির রাজনীতি করতে চাই : আনিসুল হক সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ জগন্নাথপুরের যুবক নিহত, আহত ৭ বিএনপিতে মনোনয়ন নিয়ে বাড়ছে বিভক্তি লক্ষণশ্রীর জুগীরগাঁও মৌজায় সুবিপ্রবি’র ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অশুভ শক্তির কোনো ষড়যন্ত্র সফল হবে না : আনিসুল হক তিন বছরেও শেষ হয়নি খাসিয়ামারা সেতুর কাজ, দুর্ভোগে কয়েক হাজার মানুষ বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে বাদ যাচ্ছে তাহিরপুর ও শান্তিগঞ্জ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া বয়স্ক ভাতা কেবল অর্থ নয়, প্রবীণদের প্রতি রাষ্ট্রের সম্মান : সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে ব্রাদারকে মারধর

সড়ক কবে নিরাপদ হবে? বাড়ছে দুর্ঘটনা-প্রাণহানি

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১১:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১১:৫০:১৯ অপরাহ্ন
সড়ক কবে নিরাপদ হবে? বাড়ছে দুর্ঘটনা-প্রাণহানি
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সড়কগুলোতে মৃত্যুর মিছিল যেন থামছে না। জেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কগুলো ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। গত ১১ মাসে ৬৫টি প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৮০ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে শান্তিগঞ্জ উপজেলায়।
স্থানীয়দের অভিযোগ, সরু সড়কে প্রশিক্ষণবিহীন চালক, নিবন্ধনহীন সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচল, সড়কের দুই পাশে ঝুলন্ত ডালপালা, গর্ত, পিচঢালা পথে মোড়ে দৃশ্যমানতা না থাকা - এসবই দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়েছে। হাইওয়ে পুলিশের সরব উপস্থিতি ও তদারকি বাড়ালে দুর্ঘটনা কমতে পারে বলেও তাদের দাবি।
এদিকে, বিআরটিএ সুনামগঞ্জ অফিসের তথ্যমতে, জানুয়ারিতে ১০ দুর্ঘটনায় ১২ জন, ফেব্রুরিতে ১২ দুর্ঘটনায় ১০ জন, মার্চে ৭ দুর্ঘটনায় ৮ জন, এপ্রিলে ৬ দুর্ঘটনায় ৬ জন, মে-জুনে মোট ৭ দুর্ঘটনায় ৬ জন, জুলাইয়ে ৮ দুর্ঘটনায় ৭ জন, আগস্টে ৫ দুর্ঘটনায় ৬ জন, সেপ্টেম্বরে ৫ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়।
সর্বশেষ গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জামালগঞ্জের লম্বাবাঁক এলাকায় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় জাহেদুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানান জামালগঞ্জ থানার ওসি। এছাড়া গত ২৪ অক্টোবর শান্তিগঞ্জে পর্যটকবাহী বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত ও ১৫ জন আহত হন। এর আগেও একই এলাকায় ২৬ সেপ্টেম্বর মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছিল। জেলা পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের তথ্য মতে, প্রতিদিন সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ৫০০ আন্তঃজেলা গাড়ি, ১০০-র বেশি আন্তঃজেলা বাস, প্রায় ৫০০ কার-মাইক্রো-হাইয়েস, আরও ৫০০ ট্রাক-পিকআপ চলাচল করে। বৈধ সিএনজি আছে ৫,৩০০টি, আর বৈধ কাগজপত্রবিহীন সিএনজি প্রায় আরও ৫ হাজার। লেগুনা আছে প্রায় দুইশ। সবই চলছে ২৪ ফুট প্রস্থ সড়কে।
হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী জানান, সড়কের পাশে গরু-ছাগল চড়ানো, বালি-পাথর স্তূপ করে রাখা এবং অসচেতনতার কারণে দুর্ঘটনা বাড়ছে। নিরাপদ সড়কের জন্য আমরা সচেতনতামূলক কাজ করছি।
সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ওসি মোহাম্মদ হানিফ মিয়া মনে করেন ‘বেপরোয়া গতি ও ওভারটেকিং-ই প্রাণহানির বড় কারণ।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়ককে ৪ লেন করার প্রস্তাব দেওয়া হয়েছে। শহরের ৪.৫ কিলোমিটার ও শান্তিগঞ্জের ২ কিলোমিটার এলাকায় ৪ লেন উন্নীতকরণের কাজ চলছে। গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে ‘লুকিং মিরর’ও স্থাপন করা হবে। এদিকে, সচেতন নাগরিকরা বলছেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করতে হবে। তাদের অবহেলার কারণে অনিবন্ধিত যানবাহন সড়কে চলাচল করে। অবৈধ যানবাহনের চলাচল বন্ধের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা

সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা