আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে
বিশ্বম্ভরপুরে জয়নুল জাকেরীনের গণসংযোগ
- আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:৪৪:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:৪৪:৩৬ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
ছাত্রজনতার গণঅভ্যুত্থান ও দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের পর জালেম সরকার দেশ ছেড়ে পালিয়েছে - এমন মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর- বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। গত শনিবার (২ নভেম্বর) বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলায় গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।
উপজেলার নেয়ামতপুর পয়েন্ট থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় গণসংযোগ কর্মসূচি। এ সময় সাতগাঁও বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন তিনি।
দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশবাসী অবশেষে মুক্তি পেয়েছে। পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল আওয়ামী সরকার। কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। আমরা সেই অন্যায়ের প্রতিকার চাই।
তিনি আরও বলেন, এখন সময় এসেছে তারেক রহমান ঘোষিত ৩১ দফা অনুযায়ী রাষ্ট্রের কাঠামো সংস্কার এবং হাওর অঞ্চলের সড়ক, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
গণসংযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমীনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। পথজুড়ে নেতা-কর্মী ও স্থানীয় জনতার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি