শিশু একাডেমির মহাপরিচালকের আইসিবিসি প্রকল্প পরিদর্শন
- আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:৩৩:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:৪০:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম সুনামগঞ্জের আইসিবিসি প্রকল্প পরিদর্শন করেছেন। গত ১ নভেম্বর সকাল ১০টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া গ্রামে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক পরিচালিত আইসিবিসি প্রকল্পের একটি শিশুযতœ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন সংস্থা (আউস) এর নির্বাহী পরিচালক মো. মাসুদ পারভেজ, তাহিরপুর উপজেলা ইসিসিডি অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এ সময় মহাপরিচালক দিলারা বেগম শিশুযতœ কেন্দ্রের অভিভাবক, গ্রাম ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। তিনি প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে বলেন, শিশুদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রকল্প অব্যাহত রাখা প্রয়োজন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ